টোল আদায়েও দুর্নীতি, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ সেতুর টোল আদায়ে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। রোববার ফেঞ্চুগঞ্জ সেতুর টোল বাক্সে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পায় জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানের সময় টোল বাক্স বসানোর বৈধতা, টোল আদায়ের হিসাবসহ কর্মরতদের নিয়োগ বৈধতার ব্যাপারে তদন্ত চালায় দুদক। এ সময় টোল আদায়ে দুর্নীতির বিষয়টি ধরা পড়ে। তখন টোলবাক্সের ম্যানেজার শহিদুল ইসলাম দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে তার জবাবে কোনো সদুত্তর পাননি দুদকের কর্মকর্তারা।

প্রায় দুই ঘণ্টার তদন্ত শেষে দুদকের সিলেট জেলা সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহমেদ বলেন, টোল আদায়ে দুর্নীতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

shylet-dudok

মোস্তফা বোরহান উদ্দিন আরও বলেন, তাদের নির্দেশ দেয়া হয়েছে রেজিস্ট্রার বুকে টোলের টাকার হিসাব সংরক্ষণ করতে ও নির্দিষ্ট টোল রিসিট ব্যবহার করতে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা সমন্বয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।