স্কুল শেষে বাড়ি ফেরা হলো না আরাফাতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় আরাফাত হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে দেলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন নিহত আরাফাত হোসেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের কুসুমবাগ এলাকার রেল কর্মচারী নজরুল ইসলামের ছোট ছেলে। সে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য নাসির উদ্দিন বলেন, শনিবার বিকেলে একটি ট্রাক আরাফাতকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ট্রাক চাপায় স্কুলছাত্র আরাফাত হোসেন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনাটি শনিবার বিকেলে ঘটলেও থানায় সংবাদ দেয়া হয় রাত সাড়ে ৮টার দিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের জন্য অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।