মহানন্দায় অজ্ঞাত যুবকের লাশ
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদী থেকে রোববার অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোরে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সদর থানায় জানায়। খবর পেয়ে সকাল পৌনে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন নিহতের পরনে টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। সুরতহাল রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মোহা. আব্দুল্লাহ/এমএমজেড/এমএস