কিশোরগঞ্জে রওশন-আনিস-চুন্নুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯

অগঠনতান্ত্রিক ও অবৈধভাবে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করার প্রতিবাদে কিশোরগঞ্জে রওশন এরশাদ, দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে শহরে ঝাড়ু মিছিল ও তাদের কুশপুত্তলিকা পুড়িয়েছে জেলা জাতীয় পার্টি। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুল হক চুন্নুকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

japa-(2).jpg

শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন শহরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করে। পরে ইসলামিয়া মার্কেটের সামনে মুজিবুল হক চুন্নুর ছবিতে জুতার মালা দিয়ে তা আগুনে পোড়ানো হয়।

এর আগে শহরের পুরান থানা এলাকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা নেতারা বলেন, দলের গঠনতন্ত্র অমান্য করে অবৈধভাবে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, যা দলের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না।

japa-(2).jpg

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু, সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, যুবসংহতির সভাপতি আব্দুল গণি মিয়া, জাতীয় ছাত্রসমাজের সভাপতি আরিফুর রহমান বাবু, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা শিল্পী আবুল হাশেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।