ভাষা সৈনিক মুহম্মদ মুসা আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯

ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক মুহম্মদ মুসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোররাতে জেলা সদরের মৌড়াইল এলাকার নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র কন্যা, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে ভোররাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ আসর শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে মোড়াইল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুহম্মদ মুসা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।