আবাসিক কলোনিতে দুর্বৃত্তদের হামলা : আহত ২


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক কলোনিতে দুর্বৃত্তদের হামলায় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলী আকবর আকন্দ (৫৫) ও আনসার আলী আজগর (২২)।  এদের মধ্যে আলী আকবর আকন্দকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

B-bare

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক কলোনিতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কলোনির তালাবদ্ধ থাকা প্রধান গেইটের নিরাপত্তা কর্মীদের এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।