কারাগারে বন্ধুর সঙ্গে আর দেখা করতে হবে না নয়নকে!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯

সাহসী বন্ধু বটে। মাদক মামলায় কারাগারে থাকা বন্ধুকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা পড়েছে হাসান ইসলাম নয়ন নামে এক যুবক। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে। আটক নয়ন যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকার শহিদুল ইসলাম শহিদের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার (কারাধ্যক্ষ) আবু তালেব জানান, শুক্রবার বিকেলে নয়ন নামে এক যুবক গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের সময় ধরা পড়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, হাসান ইসলাম নয়ন স্প্রীংপাতির দোকানে কাজ করে। আর তার বন্ধু একই এলাকার মহাদেবের ছেলে রুদ্র। কয়েকদিন আগে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয় রুদ্র। বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। শুক্রবার বিকেলে বন্ধু রুদ্রের জন্য ৪০ গ্রাম গাঁজা কিনে নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যায়। কিন্তু কারা ফটকের সামনে গেলেই কারারক্ষীরা তাকে দাঁড় করিয়ে কাছে কিছু আছে কিনা জানতে চান। কিছুই নেই বলে দাবি করে নয়ন। ফলে তল্লাশি করা হয় তার পরিহিত প্যান্টের পকেট। এক পর্যায় পকেটেই পাওয়া যায় ৪০ গ্রাম গাঁজা। সঙ্গে সঙ্গে কারারক্ষীরা থানা পুলিশকে অবহিত করেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় নয়নের ঘনিষ্ট বন্ধু রুদ্র বলে জানায়। তাকে দেখার জন্য এবং সেবনের জন্য কিছু গাঁজা নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই জিয়াউর রহমান জানান, আটক নয়নের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।