ঝিনাইদহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারানা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যু তারানা বেগম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

তারানার স্বামী আলতাফ হোসেন জানান, গত ২৮ আগস্ট তার স্ত্রী প্রথমে জ্বর অনুভব করেন। স্থানীয়ভাবে চিকিৎসার পর ১ সেপ্টেম্বর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে ওই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে মধুখালী সেতু পার হবার পর তিনি মারা যান। সেখান থেকে বাড়িতে নিয়ে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অপূর্ব কুমার জানান, তারানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। তবে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে কি-না এটা আমাদের কেউ অবহিত করেনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।