ইউপি সদস্যের বাড়ির কাজে রাস্তার ইট ব্যবহারের অভিযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

যশোরের শার্শায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে নিয়ে বাড়ির কাজে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সম্প্রতি মিজান মেম্বার জনসাধারণের চলাচলের রাস্তার ইট তুলে নিয়ে বাড়ি নিয়ে যায়। পরে ওই ইট তার বাড়ির কাজে লাগায়। এখনও কিছু ইট তার বাড়িতে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, মিজান মেম্বার আনুমনিক ৬ থেকে ৭ হাজার রাস্তার ইট তুলে নিয়ে গেছে। ৭টি টলি গাড়ি ও ৬টি ভ্যানে করে ইটগুলো তার বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বাধা দিতে গেলে মেম্বারের লোকজন কয়েকজন গ্রামবাসীকে গলাধাক্কাসহ মারধরও করেছে।

এ ব্যাপারে ওই এলাকার জনসাধারণ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দিয়েছে বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে মিজান মেম্বার বলেন, রাস্তার পাশে একটা পুকুর ছিল। পুকুরটি ভেঙে পড়ায় আমি ইট তুলে বাড়িতে এন নিয়ে রেখেছি। ইটের সংখ্যা বেশি নয়। হয়তো ৭/৮শ হতে পারে।

এ বিষয়ে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, রাস্তাটির পাশে পুকুর ভেঙে যাওয়ায় সেখান থেকে ইট তুলে মেম্বার মিজানুর রহমানের বাড়িতে রাখা হয়েছে।

মো. জামাল হোসেন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।