গুটার বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:২০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

নওগাঁর ঐতিহ্যবাহী গুটার বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার প্রত্যন্ত এলাকা গুটার বিলে শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে বুধবার বিকেলে স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এর আয়োজন করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের প্রায় তিন কিলোমিটার রাস্তায় প্রায় ৫-৬ হাজার মানুষের সমাগম হয়। তারা পরিবার-পরিজন নিয়ে নেচে-গেয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় ছয়টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় সদর উপজেলার কুজাগাড়ী ও দ্বিতীয় হয় হাঁসাইগাড়ি গ্রাম। পরে বিজয়ীদের মাঝে এলইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

জানা যায়, প্রত্যন্ত এলাকা গুটার বিল। যেখানে বছরের বেশির ভাগ সময় পানি থাকে। এ বিলের মাঝ দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পাকা সড়ক। সড়কটি পাকা হওয়ায় এবং রাতে সোলার সিস্টেমের বাতি থাকায় বিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।

Naogaon-Boat-Race

মহান স্বাধীনতার পর থেকে প্রতি বছর এই বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছিল। গত ১০-১২ বছর পূর্ব থেকে ঢিলেঢালাভাবে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এরপর ২০১০ সাল থেকে হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে জাঁকজমকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

নৌকা বাইচ দেখতে নওগাঁ সদর, মান্দা ও রানীনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের দুপুর পর থেকে গুটার বিলে ছোট-বড় অসংখ্য নৌকা আসতে থাকে। সেখানে কয়েকশ নৌকা জমায়েত হয়। এছাড়া বিলের মাঝ দিয়ে যাওয়া তিন কিলোমিটার রাস্তায় প্রায় ৫-৬ হাজার সব বয়সী নারী-পুরুষের সমাগম হয়। পরিবার-পরিজন নিয়ে বিকেল থেকে সন্ধ্যায় পর্যন্ত নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন তারা। নৌকা বাইচকে কেন্দ্র করে হাঁসাইগাড়ী, চুয়ারপাড়া, হাতাস, কুজাগাড়ী, ভীমপুর ও পাঠাকাঠাসহ কয়েকটি গ্রামের বাড়িতে বাড়িতে ২-৩ দিন ধরে খুশির আমেজ বিরাজ করে। বাড়িতে মেয়ে-জামাই ও আত্মীয়দের আগমন ঘটে।

Naogaon-Boat-Race

নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা শাহপরান নয়ন, ওসি সোহরাওয়ার্দী হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিসা আলম, ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিন জয়নাল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।