বিরল পানকৌড়ি ও ২৫০ পাখির বাচ্চাসহ আটক ১


প্রকাশিত: ১০:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের কমলনগরে বিরল প্রজাতির পানকৌড়িসহ ২৫০টি বিভিন্ন পাখির বাচ্চাসহ আবদুল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া পাখির বাচ্চার মধ্য থেকে ১৫ থেকে ২০টি মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। আটক আবদুল মিয়া চর মার্টিন গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দক্ষিণ চরমার্টিন গ্রামের আবদুর রহিমের বাড়িসহ আশপাশের এলাকা থেকে পানকৌড়ি ও বকসহ বিভিন্ন প্রজাতির পাখির বাচ্চা শিকার করা হয়।

পরে বাজারে টুকরি ও খাঁচায় করে পাখিগুলো বিক্রি করতে আনলে লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে পাখি শিকারী তিনজন পালিয়ে যায়। এসময় আবদুল মিয়াকে পুলিশ আটক করে।

"
এ ব্যাপারে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, অতিরিক্ত গরমের কারণে ১৫ থেকে ২০টি পাখির মৃত্যু হয়েছে।

জেলা থেকে বন বিভাগের কর্মকর্তারা এসে উড়তে পারা পাখির বাচ্চাগুলো অবমুক্ত করবেন। অাটক ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।