প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে টেনেহেঁচড়ে তুলে নেয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল চলাকালীন নবম শ্রেণির এক ছাত্রীকে টেনেহেঁচড়ে তুলে নেয়ার চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ ঘটনায় যেমন চাঞ্চ্যলকর সৃষ্টি হয়েছে তেমনি স্কুলের ছাত্রীসহ অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে আলীরটেকের দক্ষিণ ক্রুকেরচর এলাকার সালাউদ্দিনের বখাটে ছেলে আল হাসান (১৮)। সে তার বন্ধু-বান্ধবদের নিয়ে ওই ছাত্রীর আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। এতে স্কুলছাত্রী কোনো কর্ণপাত না করলে নানা ধরনের হুমকি প্রদান করে।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে দুই বন্ধুকে নিয়ে আল হাসান স্কুলে প্রবেশ করে স্কুলের কক্ষে থাকা ওই ছাত্রীকে ফের প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ার তার শরীরে স্পর্শ করে টানেহেঁচড়ে স্কুলের দ্বিতীয় তলা থেকে নিচে নামিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ওই সময় স্কুলের শিক্ষার্থীরা দেখে ডাক-চিৎকার দিলে বখাটেরা পালিয়ে যায়।

ওই ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্কুলের নিরাপত্তার অভাবে বহিরাগত বখাটেরা আমার শরীরে হাত দিয়ে টানাহেঁচড়া করে তুলে নিয়ে যাওয়ার সাহস পেয়েছে। আর স্কুলের এক ছাত্রের সহযোগিতায় বখাটে আল হাসান এ ধরনের কাজ করার দুঃসাহস করতে পেরেছে।

স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না। তবে সংবাদ পেয়ে দ্রুত স্কুলে এসে জানতে পারলাম ঘটনা। এসে যতটুকু জানতে পারলাম স্থানীয় বখাটে আল হাসান তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করেছে। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা বখাটেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, আমি লোকমাধ্যমে খবর পেয়েছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করেনি। ঘটনার খোঁজ নিয়ে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।