রাতে শীতলক্ষ্যায় বালুবাহী নৌযান চললে ব্যবস্থা


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মান্নান পিপিএম বলেছেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের বেলায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী নৌযান চললে মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবেনা। বালু মহাল ইজারাদারদের বিষয়ে উত্থাপিত অভিযোগ বিষয়ে ৩ সদস্যের কমিটি কাজ করবে। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ২২ সেপ্টেম্বর থেকে নৌযান চলাচল বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌ নিরাপত্তা নিশ্চিতকল্পে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নদী বন্দরের ভিআইপি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, উপ-পরিচালক (বন্দর) গোলাম মোস্তফা, উপ-পরিচালক (নৌ নিরাপত্তা) মিজানুর রহমান, নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি বদরুজ্জামান রাশেদ, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, ৭৪ শ্রমিক কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সমন্বয়ক গোলাম কাদির, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মাহমুদ হোসেন, জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি অহিদুর রহমান মাস্টার প্রমুখ।

শাহাদাৎ হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।