১২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন চার যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক যশোর
প্রকাশিত: ০৫:০০ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

ভারতের কারাগারে ১২ বছর সাজাভোগ শেষে চার বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে তারা ভারতে যায়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরবি গ্রামের লিয়াকত আলীর ছেলে আসাদুল (২২), একই গ্রামের নবাব আলীর ছেলে আরিফ খান (২৪), জিন্নাত আলীর ছেলে পয়সা খান (২৯) ও সাত্তার মিয়ার ছেলে জাহিদ (২৩)।

জানা গেছে, ভালো কাজের আশায় ১২ বছর আগে দালালের খপ্পরে পড়ে তারা ভারতে পাচার হয়। পরে দালালরা তাদের কলকাতা স্টেশনে ফেলে আসলে সেখানে থেকে কলকাতা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে তারা বিভিন্ন মেয়াদে জেল খেটে ১২ বছর পর মঙ্গলবার স্বদেশ ফিরেছে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকী বিল্লাহ জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, ১২ বছর আগে এসব যুবক ভারতে পাচার হয়ে আজ দেশে ফিরলে বিজিবি সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তর করেছে। পরে তাদের অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।