বিরলে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুরের বিরলে পুকুরে গোসল করতে গিয়ে একই সঙ্গে দুই শিশু মারা গেছে।

শিশুরা হলো, মৌ আকতার (১২) ও রানী রায় (৭)। মৌ বিরল উপজেলার হুসনা গ্রামের (বিরল রেলস্টেশন) রং মিস্ত্রি মোশাররফ হোসেনের মেয়ে। অপরজন একই উপজেলার হুসনা গ্রামের বাবু রায়ের মেয়ে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ধোয়া পুকুর মাজারের সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় তারা। এরপর তাদের সাথে থাকা আরেক শিশু বাড়িতে খবর দিলে লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

বিরল থানা পুলিশের ওসি তাপস চন্দ্র পন্ডিত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।