পুলিশ সদস্যকে কোপালো ‘পাগল’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

রাজশাহীতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে নগর পুলিশের ট্রাফিক বিভাগের দফতরের সামনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল জয়রাম কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের দাবি, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়রাম কুমার নগরীর কাশিয়াডাঙ্গা পুলিশ চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। কাগজপত্রহীন জব্দকৃত একটি মোটরসাইকেল রাখতে বিকেলে ট্রাফিক পুলিশের দফতরে এসেছিলেন তিনি। মোটরসাইকেল রেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যান। এ সময় তার কাছে থাকা হেলমেটও ছিনিয়ে নিয়ে যান ওই ব্যক্তি। আহত ওই পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আক্রমণকারী মানসিক ভারসাম্যহীন। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকে আটক করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানান মহানগর পুলিশের এই মুখপাত্র।

ফেরদৌস/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।