রিকশায় উঠলে রাস্তার ঝাঁকুনিতে শরীর ব্যথা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় পিচ উঠে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক দুটি। সড়কগুলো দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও পথচারীদের।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান নওগাঁ সরকারি কলেজ মোড়। কলেজে প্রায় ২০ হাজার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী রয়েছেন। কলেজ মোড় থেকে থানার মোড় এবং কলেজ মোড় থেকে রুবির মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। দুটি সড়কের পিচ উঠে ইট-পাথর বেরিয়ে গেছে। কোথাও কোথাও আবার ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

কলেজের আশপাশে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৪০-৫০ হাজার মানুষের বসবাস। এ সড়ক দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসা-যাওয়া করতে হয়। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় সড়কের বেহাল অবস্থা। কলেজে আসা-যাওয়া করতে গিয়ে কাদাপানিতে ভেজে ছাত্রীদের বেশি বিব্রতের মধ্যে পড়তে হয়। কলেজের প্রধান গেট থেকে থানার মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে খানাখন্দ হওয়ায় পুরনো ইট বিছিয়ে দেয়া হয়েছে।

অপরদিকে, কলেজ মোড় থেকে রুবির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল দশা। ওই সড়কের পাশেই অবস্থিত নওগাঁ আধুনিক সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, সিভিল সার্জন অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয়, স্টাফ কোয়ার্টার, সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় এবং খাদ্য বিভাগ।

এছাড়া সড়কের দু’পাশে অন্তত ২০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সড়কের দুই কিলোমিটার অংশের ইটের খোয়া, বালু ও বিটুমিন উঠে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পর পথচারীদের হেঁটে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে। সড়ক দিয়ে প্রতিদিন হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে। রিকশা ও ভ্যানে উঠে আসা-যাওয়া করতে গিয়ে মানুষের শরীর ব্যথা হয়ে যায়। কয়েকটি রিকশা উল্টে দুর্ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল হয়ে রয়েছে।

নওগাঁ সরকারি কলেজের ভূগোল বিভাগের শিক্ষার্থী শাহজালাল বলেন, কলেজের মূল গেটের সামনের সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকে। ছাত্রাবাস থেকে ৪০০ মিটার দূরে কলেজ। সড়ক দিয়ে হেঁটে চলতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। কয়েকটি স্থানে পানি জমে থাকায় চলাচল করা যায় না। দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দা শুভ বলেন, কলেজ মোড় থেকে রুবির মোড় সড়কে প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে। হাসপাতালে প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার মানুষ আসা-যাওয়া করে। রিকশা ও ভ্যানে উঠলে ঝাঁকুনি খেতে খেতে শরীর ব্যথা হয়ে যায়। রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া সম্ভব হয় না। দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী।

নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক দুটির সংস্কারকাজের জন্য সবকিছু সম্পন্ন হয়ে আছে। কাজ শুরুর অপেক্ষা। এটি শহরের সবচেয়ে ভালো সড়ক করা হবে।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।