বিএসএফের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের পাটগ্রাম সীমানার ভারত সীমান্তের ৭৭২ প্রধান পিলারের কাছে বিএসএফের গুলিতে মোহাম্মদ বাবুল মিয়া (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় সাইফুল ইসলাম (১৪) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।

নিহত বাবুল মিয়া নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

গুলিবিদ্ধ সাইফুল ইসলাম একই উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে তিস্তা নদীর চরে গরু চরাতে গিয়ে বাবুল মিয়া ও সাইফুল ইসলাম ভুলক্রমে সীমান্ত রেখায় চলে যায়। এ সময় ভরতের উড়ান বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া নিহত এবং সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বিএসএফের সদস্যরা হতাহতদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে ৫১ বিজিবির নীলফামারীর ডিমলা এলাকার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার সাংবাদিকদের জানান, তারা বিষয়টি অবগত নন।

তবে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়ে তিনি হতাহতদের বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনার সত্যতা জানতে পেরেছেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছেন বলেও জানান তিনি।

জাহেদুল ইসলাম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।