হবিগঞ্জে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

সারাদেশের মতো হবিগঞ্জেও কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে চারজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র একজন রোগী।

এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগুচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাসে সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। গড়ে দৈনিক ৭/৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা কমতে শুরু করেছে।

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন হাজরা ও মুক্তি পাল চৌধুরী নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তারা দুজনই জেলার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে আবুল কালাম নামের চুনারুঘাটের এক ব্যক্তি হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।