বজ্রপাতে পুড়ে গেল ৩০ জোড়া কবুতর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে বজ্রপাতের আগুনে আল্-আমিন হোসেনের বাড়ির মাটির টিনশেডের দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। রোববার দিবাগত রাতে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।

Thunder

ক্ষতিগ্রস্ত মো. আল-আমিন জানান, ঘটনার রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে এক আত্মীয়ের বাড়ি ছিলেন। রাতে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে হঠাৎই তার টিনশেড দুটি বসতঘরে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে থাকা সব আসবাবপত্র, দুই ভরি স্বর্ণ, এক ভরি রূপা ও ত্রিশ জোড়া কবুতর পুড়ে যায়।

Thunder

আল-আমিন জানান, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নম্বরে ফোন করা হলে কেউ রিসিভ করেননি।

আব্দুর রহমান আরমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।