সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

সিলেটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফজর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার গভীর রাতে গোয়াইনঘাটের সালুটিকরের মিত্রিমহল গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি ২০ মামলার আসামি ছিলেন। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

র‍্যাব-৯ জানিয়েছে, রোববার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোয়াইনঘাটের সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রামে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালায় তারা। তখন র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ১০/১৫ মিনিট গুলিবিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে নিহত হন ফজর আলী। তবে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত ফজর আলীর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

র‍্যাব জানায়, নিহত ফজর আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ২০টি মামলা আছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ সোমবার দুপুর পৌনে ১টায় জাগো নিউজকে জানান, সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রামে র‌্যাব-৯ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ফজর আলী নামে একজন মারা গেছেন। তবে আমাদের কাছে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে, এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। র‍্যাব থানায় এজাহার দাখিল করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ছামির মাহমুদ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।