২ কিলোমিটার সড়কের জন্য ১২ হাজার মানুষের দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দুই কিলোমিটার সড়কের জন্য আটটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই আটটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বিধ্বস্ত এই সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ এখন সময়ের দাবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ি থেকে রাজিন্দারপাড় ব্রিজ পর্যন্ত ১ কিলোমিটার সড়কটি গত তিন বছর আগে উপজেলা প্রকৌশল অধিদফতর এইচবিবি দ্বারা নির্মাণ করে। রাজিন্দারপাড় ব্রিজ থেকে বটবাড়ি স্বামীজি নরোত্তম ব্রহ্মচারীর আশ্রম পর্যন্ত এক কিলোমিটার সড়ক গত বছর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এইচবিবি দ্বারা নির্মাণ করা হয়। কিন্তু কাজের গুনগত মান নিন্মমানের হওয়া ও ভারি বর্ষণের কারণে এই দুই কিলোমিটার সড়ক বছর ঘুরতে না ঘুরতেই বিধ্বস্ত হয়ে যায়।

বটবাড়ি থেকে মাদারবাড়ি পর্যন্ত এই দুই কিলোমিটার সড়ক দিয়ে বটবাড়ি, রাজিন্দারপাড়, মাদারবাড়ি, ভুতুরিয়া, চিচপুকুরিয়া, আটাশিবাড়ি, নারিকেলবাড়ি ও সোনাইলবাড়ি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ যাতায়াত করে। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে বিভিন্ন কাজের জন্য এলাকার বাইরে যেতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি নির্মাণের জন্য এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দফতরসহ এলাকার জনপ্রতিনিধের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা জরুরি ভিত্তিতে মাদারবাড়ি থেকে বটবাড়ি স্বামীজি নরোত্তম ব্রহ্মচারীর আশ্রম পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

রাজিন্দ্রাপাড় গ্রামের মাহফুজুর রহমান বলেন, আমাদের এই এলাকার ৮টি গ্রামের প্রায় ১২ হাজার লোক এই সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে ভ্যান রিকশাও চলতে পারে না। এর ফলে আমাদের বিভিন্ন সময় নানা ধরণের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় কোনো রোগীকে জরুরিভাবে হাসপাতালে নেয়ার প্রয়োজনে হলে তাও নিতে পারি না। তাই দ্রুত সড়কটি পুনর্নির্মাণ প্রয়োজন।

বটবাড়ি গ্রামের শিক্ষার্থী গৌতম সরকার ও সজিব সিকদার বলেন, এই এলাকার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে তাদের হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এতে অনেক সময় ব্যয় হয়। আমরা চাই এই সড়কটি কার্পেটিং করা হোক।

বটবাড়ি স্বামীজি নরোত্তম ব্রহ্মচারীর আশ্রমের সেবাইত সতীশ বানপ্রস্থ বলেন, আমাদের এই আশ্রমে প্রতি বছর মাঘের দ্বিতীয় শুক্ল সপ্তমী তিথিতে মহোৎসব হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমণ ঘঠে । এসব ভক্তবৃন্দের এই সড়কটি দিয়ে আশ্রমে আসতে হয়। সড়কটি বিধ্বস্ত থাকার কারণে আগত ভক্তদের সমস্যায় পড়তে হয়।

রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, এই সড়কটি কার্পেটিংয়ের জন্য উপজেলা প্রকৌশল অধিদফতরে আবেদন করেছি। অনুমোদন পেলে সড়কটি কার্পেটিং করা হবে।

উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী বলেন, এই সড়কটি কার্পেটিংয়ের জন্য কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উন্নয়ন প্রকল্পে দেয়া হয়েছে। আশা করি শিগগিরই টেন্ডার হবে।

এস এম হুমায়ুন কবির/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।