ডিসির ফোন নম্বর ক্লোন করে লাখ টাকা চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হকের ব্যবহৃত সরকারি ফোন নম্বর ক্লোন করে বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের কাছে প্রকল্প দেয়ার নামে এই টাকা দাবি করা হয়। প্রকল্প দেয়ার নামে এই টাকা চায় প্রতারক চক্র। বিষয়টি টেরে পেয়ে ততক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি জানান চেয়ারম্যান।

উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার জানান, দুপুর ১২টার দিকে তার মোবাইল ফোনে জেলা প্রশাসকের নম্বর থেকে ফোন আসে। নিজেকে ডিসি পরিচয় দিয়ে অপর প্রান্ত থেকে একটি ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৮৩০-৬৮৫০৬৮ দিয়ে ফোন করতে বলা হয়। ওই নম্বরে যোগাযোগ করলে ওই ব্যক্তি টিআর-কাবিখার বরাদ্দ নেয়ার নামে এক লাখ টাকা দাবি করেন। বিষয়টি খটকা লাগে তার। এ ব্যাপারে তখনই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে ডিসিকে তা অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, প্রতারণার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেরদৌস সিদ্দিকী/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।