খাসি বিক্রি হলো ৪০ হাজার টাকায়


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

বগুড়ায় এবার জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। বড় হাটগুলোর মধ্যে অন্যতম হলো মহাস্থান হাট। আর এই হাটে গতকাল বুধবার ৪০ হাজার টাকায় একটি খাসি বিক্রি করেছেন এক বিক্রেতা। হাটে আনা সবচেয়ে খাসি ছিল সেটি। আর খাসিটিকে একনজর দেখার জন্য হাটের অেনেক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

এছাড়া সদর উপজেলার শশীবদনী গ্রাম থেকে একটি গরু আনা হয় হাটে। গরুটির দাম হাঁকা হয়েছে তিন লাখ টাকা। তবে ১ লাখ টাকা পর্যন্ত সেটির দাম ওঠে।

এদিকে বগুড়া শহর ও শহরতলিসহ বেশ কয়েকটি উপজেলায় কোরবানির পশুর বড় হাট বসে। বগুড়া সদর, দুপচাঁচিয়া, শিবগঞ্জ, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় এ রকম বড় হাটের সংখ্যা প্রায় ১৫টি। এর বাইরেও অনেক পশুর হাট রয়েছে। বড় হাটগুলোর মধ্যে মহাস্থান হাট, ধাপের হাট, সুলতানগঞ্জ হাট, সাবগ্রম হাট অন্যতম।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।