পোশাক কারখানায় আগুন, ১০ কোটি টাকার ক্ষতি দাবি
নারায়ণগঞ্জে এ.কে. ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত ৬তলা ওই ভবনের ২য় তলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ.কে. ফ্যাশনের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান জানান, গোডাউনটি খুবই সুরক্ষিত ছিল। সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। আগুনে গোডাউনে রাখা শিপমেন্টের ৭ লাখ পিস পলো টি-শার্ট, ১০ টন ফেব্রিক্স, কাটিং মেশিনসহ অন্যান্য গার্মেন্ট সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করি। আদমজী ইপিজেড, ডেমরা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
হোসেন চিশতী সিপলু/এমএমজেড/পিআর