বন্ধুর জন্য সড়কে বন্ধুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে মেধাবী শিক্ষার্থী মো. আরদিন খান অভির মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকের শাস্তির দাবিতে পটুয়াখালীতে কালো পতাকা মিছিল, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে সহপাঠীরা।

রোববার বেলা ১১টায় সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সামনের সড়কে অবস্থান ধর্মঘট করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সহপাঠীরা। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার উল্লাহকে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আরদিন খান অভির মৃত্যু হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।