সুন্দরবন থেকে ছয় জেলে অপহরণ


প্রকাশিত: ১১:১৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী।

বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের গহীনে দাইয়েরগাং, বয়ারশিং ও বৈকারী নামক তিনটি খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহরণের পর অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
 
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের সুলতান গাজীর ছেলে শফিকুল ইসলাম (২২), পাতাখালি গ্রামের গোলাম শেখের ছেলে আব্দুল আলীম (২৫),পার্শ্বেখালী গ্রামের মোবারক গাজীর ছেলে রফিকুল ইসলাম (২৫), কেওড়াতলী গ্রামের আফসার সরদারের ছেলে খোকন সরদার (৪০), পদ্মপুকুর গ্রামের আজম গাজীর ছেলে কওছার আলি (৫৫) ও কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের ছামাদ ঢালীর ছেলে রেজাউল ইসলাম (৩৫)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালী গ্রামের হাজী আব্দুর রহমান জানান, কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনের দাইয়েরগাং, বয়ারশিং বৈকারী নামক খালে মাছ ধরার সময় বৃহস্পতিবার ভোররাতে বনদস্যু জোনাব বাহিনী ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তারা ৩ লাখ টাকার মুক্তিপণ দাবি করে এবং দাবিকৃত টাকা ৫ দিনের মধ্যে না দিলে তাদেরকে হত্যা করা হবে বলে জানায়।

কৈখালি স্টেশন কর্মকর্তা জালাল উদ্দীন জানান, জেলেদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি তবে লোকমুখে বিষয়টি শুনেছি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।