চট্টগ্রামে ৬ হাজার নকল বিড়িসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০১৯

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে অভিযান চালিয়ে নকল আকিজ বিড়ি বিপণনের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।

আটক দুই ব্যক্তি হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার শিকদারপাড়া গ্রামের জাফর আলমের ছেলে মো. জমির (২০) ও কুমিল্লার মুরাদনগর থানার দুলাল চন্দ দেবের ছেলে কৃষ্ণ দেব।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের চাক্তাইয়ে নকল আকিজ বিড়ি বিপণনের সময় আকিজ বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা দুই প্রতারককে ধরে ফেলেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাক্তাইয়ের পাইকারি বাজারে নকল বিড়ি সরবরাহ করে আসছিল।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, অভিযুক্তদের হেফাজতে নিয়ে পুলিশ এখন বাজারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ছয় হাজার নকল বিড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে জমিরের কাছ থেকে পাওয়া গেছে পাঁচ হাজার।

আবু আজাদ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।