হাটহাজারীতে আরও এক পলিথিন কারখানা, জব্দ ১ টন
আটদিনের ব্যবধানে চট্টগ্রামের হাটহাজারীতে সন্ধান পাওয়া গেছে আরও একটি পলিথিন কারখানার। পরিবেশ অধিদফতর কারখানাটিতে অভিযান চালিয়ে এক টন পলিথিন জব্দ করেছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে হাটহাজারীর উত্তর ফতেয়াবাদের পশ্চিম ছড়ারকুল এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
প্রসঙ্গত, এর আগে গত ২২ আগস্ট হাটহাজারীর পাহাড়ি এলাকা সন্দ্বীপ কলোনিতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি উৎপাদিত পলিথিন ও ৩০০ কেজি প্লাস্টিকের দানা জব্দ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাইনবোর্ডবিহীন একটি কারখানা থেকে এক টন পলিথিন জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের খবর পেয়ে বাড়ি ও কাখানার কর্মচারীরা পালিয়ে গিয়েছিল। তবে এ ঘটনায় কারখানার মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজিরের আদেশ দেয়া হয়েছে।
আবু আজাদ/বিএ/এমকেএইচ