রোগী দেখার নামে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ : ডাক্তার গ্রেফতার


প্রকাশিত: ১০:৩০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

চিকিৎসার নামে রোগীর শ্লীলতাহানী ও অশ্লীলছবি ভিডিও করার অভিযোগে পিরোজপুরে নজরুল ইসলাম নামের এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ডাক্তার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলার বিভিন্ন বে-সরকারি হাসপাতালে (ক্লিনিক) রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। বুধবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

চিকিৎসার নামে পছন্দনীয় নারী রোগীদের প্রতি লোলুপ দৃষ্টি তার দীর্ঘদিনের। পিরোজপুর সদরসহ জেলার কয়েকটি ক্লিনিকে মহিলাদের চিকিৎসা ও আলট্রাসনোগ্রাম করার নামে যৌন নিপীড়নসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মেলনে পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন এ অভিযোগ করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের এক ভিডিও ক্লিপের মাধ্যমে ডাক্তার নজরুল ইসলাম কর্তৃক রোগীর শ্লীলতাহানীর একাধিক চিত্র দেখান। এসময় গ্রেফতার কৃত ডাক্তার নজরুলকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। ডাক্তার নজরুল নারী রোগীদের অশ্লীল ছবি ধারণ করে পরবর্তীতে তা প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তাদের সঙ্গে মেলামেশা করতো বলে অভিযোগ রয়েছে। এরপূর্বে পিরোজপুরের একটি ক্লিনিকে রোগীর শ্লীলতাহানীর ঘটনায় হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়েছিল। ডাক্তার নজরুল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম.বি.বিএস পাশ করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেলেও তার প্রকৃতপক্ষে ডাক্তারি সার্টিফিকেট আছে কিনা তদ্বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে পুলিশ সুপার জানান।

ডাক্তার নজরুল ময়মনসিংহ জেলা সদরের সিরাজুল ইসলামের ছেলে।
 
ভান্ডারিয়া থানা পুলিশের ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ গ্রেফতার করায় তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় যৌন নিপীড়ন, অশ্লীল ছবি ধারণ ও প্রতারণা করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।   

হাসান মামুন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।