রাজবাড়ীতে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৪২ এএম, ৩১ আগস্ট ২০১৯

রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছে মাত্র দুইজন। এ নিয়ে গত প্রায় এক মাসে রাজবাড়ীতে মোট ৩২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বর্তমানে রাজবাড়ীর হাসপাতালগুলোতে মোট ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে পাঁচজন, পাংশায় ছয়জন ও বালিয়াবান্দিতে দুইজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন দুইজন রোগী।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান বলেন, ধীরে ধীরে রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। কারণ সবাই আগের থেকে অনেক সচেতন।

রুবেলুর রহমান/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।