বরিশালে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা
বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাবায় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।এডিস মশা নির্মূলে শুক্রবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ। এ কাজে তাকে সহায়তা করে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি বিভাগ।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফারুক হোসেন জানান, এডিস মশা নির্মূলে দুপুরে নগরীর জর্ডন রোড, বান্দ রোড, অক্সফোর্ড মিশন রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অক্সফোর্ড মিশন রোডের নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ভবন মালিক না থাকায় কেয়ারটেকার আব্দুল মালেকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় এবং তাকে সতর্ক করা হয়।
সাইফ আমীন/আরএআর/এমকেএইচ