মাগুরায় সরকারি শিক্ষকদের মানববন্ধন
টাইম স্কেল, সিলেকসন গ্রেড পুনর্বহালসহ ১০টি দাবিতে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় (কলেজ রোড) শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মাগুরা জেলা সভাপতি দীপক কুমার রায়, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মঞ্জু, মো. ফিরোজ কবির সাচ্ছু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন নাহার, জয়ন্ত কুমার রায়, মৃত্যুঞ্জয় প্রমুখ। সমাবেশে বক্তরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকের পদটি নবম গ্রেডভুক্তকরন, টাইম স্কেল/সিলেকসন গ্রেড পুনর্বহাল, নিয়োগবিধি প্রণয়ন করে শূন্য পদে শিক্ষক নিয়োগ, পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদফতর করা, দ্রুত বকেয়া টাইম স্কেল/সিলেকসন গ্রেড পরিশোধ, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন, আট বৎসর কর্মকাল হলেই সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি, অতিরিক্ত সেকশনের জন্য শিক্ষকের পদ সৃষ্টিকরন, বিদ্যালয়ে/ জেলা শিক্ষা অফিসে একাধিক পদোন্নতির পদ সৃষ্টিকরনসহ সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন।
মো.আরাফাত হোসেন/এমজেড/পিআর