ভোলায় ২৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৯৪
চলতি আগস্ট মাসের ২৯ দিনে ভোলায় ৩৯৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নতুন করে নয়জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ২৪ জন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসাধীন রয়েছেন।
ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার জাগো নিউজকে জানান, ভোলা জেলায় গত ২৯ দিনে ৩৯৪ জন রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বতর্মানে ৩৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালের চিকিৎসক-নার্সরা ডেঙ্গু রোগীদের গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দিচ্ছেন।
তিনি আরও জানান, ৩৯৪ জনের মধ্যে সাতজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এছাড়া ৩৫৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জুয়েল সাহা বিকাশ/এমবিআর/এমকেএইচ