এলএমএসএস থেকে চালক, অ্যাম্বুলেন্স নিয়ে খাদে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০১৯

এলএমএসএস থেকে পদন্নোতি দেয়া হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক হিসেবে। যোগদানের ১০ দিনের মাথায়ই অ্যাম্বুলেন্স নিয়ে সোজা খাদে গিয়ে পড়া চালক আসাদুজ্জামানের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

দুমড়ে মুচড়ে গেছে মাত্র তিন মাস আগে পাওয়া অত্যাধুনিক সরকারি অ্যাম্বুলেন্সটি। গত সোমবার সকাল ৭টার দিকে আঞ্চলিক মহাসড়কের নলবুনিয়া এলাকায় চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, আসাদুজ্জামানকে গত ১৫ আগস্ট অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে সিভিল সার্জন অফিস থেকে নিয়োগ দিয়ে পাঠানো হয়। সোমবার সকালে উপজেলার পহলানবাড়ি এলাকা থেকে একজন রোগী নিয়ে খুলনা মেডিকেলে যাওয়ার জন্য রওনা হন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ছেড়ে যাওয়ার পর রোগী ওঠানোর আগেই নলবুনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ওই গাড়িতে চালক বাদে হাসপাতালের ওয়ার্ড বয় মাসুম ও আবু সলেহ নামে রোগীর এক স্বজন ছিলেন। তারাও সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, চালক আসাদুজ্জামান এর আগে এলএমএসএস ছিলেন। পরে ড্রাইভারি প্রশিক্ষণ নেন। হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাকির হোসেন অবসরে যাওয়ায় সিভিল সার্জন অফিস থেকে তাকে এখানে নিয়োগ দেয়া হয়। এ বছরের মে মাসের দুই তারিখ অ্যাম্বুলেন্সটি দেয়া হয় হাসাপাতালে। এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকের অবস্থাও গুরুতর।

শওকত বাবু/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।