পল্লী বিদ্যুতের কর্মচারীকে মারপিটের মামলায় পৌর মেয়রের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৯ আগস্ট ২০১৯

পল্লী বিদ্যুতের কর্মচারীকে মারপিটের মামলায় ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ জুলাই লোডশেডিংয়ের কারণে হরিনাকুন্ডু উপজেলার দিকনগর গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুর নেতৃত্বে হামলা চালানো। সেসময় বিদ্যুতের অফিস ভাঙচুরের পাশাপাশি লাইনম্যান ইউসুফ আলীকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পল্লীবিদ্যুতের পক্ষ থেকে শাহিনুর রহমান রিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নামে হরিনাকুন্ডু থানায় দুটি মামলা করা হয়। একটি মামলা করা হয় ভাঙচুরের ঘটনায়, অপর মামলাটি করা হয় লাইনম্যানকে মারপিট করে আহত করার ঘটনায়।

পরে লাইনম্যানকে আহত করার মামলা থানা থেকে আদালতে হস্তান্তর করে পুলিশ। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট প্রদান করা হয়।

দীর্ঘ শুনানির শেষে বৃহস্পতিবার মামলার রায়ে হরিনাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মামলার অন্য আসামিদের দোষ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার পরে মেয়র শাহিনুর রহমান রিন্টুকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভাঙচুরের ঘটনায় দায়ের করা অপর মামলাটি বর্তমানে পিবিআইয়ের অধীনে তদন্তাধীন রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।