কুষ্টিয়ায় বিএডিসি কর্মকর্তার হাত কেটে নিল দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বিএডিসি কর্মকর্তা নৃপন কুণ্ডুর (৪০) ডান হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারার ১২ মাইল কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। নৃপন কুণ্ডু ভেড়ামারা বিএডিসি অফিসের উপ-সহকারী পরিচালক ও রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের নারায়ন কুণ্ডুর ছেলে।

জানা গেছে, ভেড়ামারা উপজেলায় কর্মরত বিএডিসি কর্মকর্তা নৃপন কুণ্ডু ভেড়ামারা অফিসের কাজ শেষ করে সরকারি ডিসকভারি মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন। তিনি ভেড়ামারার ১২ মাইল কোল্ড স্টোরের সন্নিকটে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় তারা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাঁধা দিলে দুর্বৃত্তরা ধারালো এবং ভারি অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত কেটে নেন।

এসময় মুমূর্ষ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধারে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ভেড়ামারা থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে কি কারণে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে তা জানা যায়নি।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে জানান, কি কারণে হামলা চালানো হয়েছে এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে খুব শীঘ্রই হামলাকারীদের গ্রেফতারসহ ঘটনার মোটিভ উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

আল-মামুন সাগর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।