খুলনায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
খুলনার বটিয়াঘাটার আনন্দ মন্ডল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রমোদ মন্ডল, অশোক মন্ডল, অমর মন্ডল, নির্মল ওরফে নিমাই মন্ডল, গোলক মন্ডল, রমেশ মন্ডল, নিশাকর মন্ডল ও বিকাশ বালা। এ মামলার অপর পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। আরও দুইজন আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় তাদের বিচারের বাইরে রাখা হয়।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইচ গেটের কাছে আনন্দ মন্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২জুন আনন্দ মন্ডল মারা যান। পরদিন আনন্দ মন্ডলের স্ত্রী দেবলা মন্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ২১ জনের নামে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ২০ অক্টোবর আদালতে ১৫ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এএসপি মো. সিরাজুল ইসলাম। ২০১৩ সালের ১৭ নভেম্বর অভিযোগ গঠনের আগেই আসামি রমেন বিশ্বাস মারা যান। এরপর বিচার চলাকালে আসামি দিলীপ বিশ্বাস মারা যান। এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন এবং আসামিপক্ষে সেলিনা আক্তার ও গাজী রাজু আহমেদ মামলাটি পরিচালনা করেন।
আলমীগর হান্নান/আরএআর/এমএস