শিগগিরই এনআইডি পাচ্ছেন প্রবাসীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৮ আগস্ট ২০১৯

শিগগিরই প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের এনআইডি দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। আর এজন্য প্রথমে সিঙ্গাপুরকে বেছে নেয়া হয়েছে। সেখানে সব কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশটির অনুমোদন পেলেই সেখানকার প্রবসীদের এনআইডি দেয়া হবে।

বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

Faridpur-EC-Photo-02

এই নির্বাচন কমিশনার আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট কার্ড দেয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একজন নাগরিকও স্মার্ট কার্ড পাওয়া থেকে বঞ্চিত হবেন না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার নওবায়ুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার নূর আমিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক প্রমুখ।

বি কে সিকদার সজল/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।