ফুটফুটে নবজাতক রেখে অভিভাবক উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৩:০০ এএম, ২৮ আগস্ট ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাত-আট দিনের এক নবজাতককে রেখে অভিভাবক লাপাত্তা হয়ে গেছে। পরে হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসপাতালের গেটে ওই শিশুকে দেখে কোলে তুলে নেন আনসার সদস্য রূপক ও তোফায়েল। শিশুটির কোনো বৈধ অভিভাবক পাননি তারা। পরে আনসার সদস্যরা হাসপাতাল পুলিশের এসআই মনজুরের কাছে শিশুটিকে হস্তান্তর করেন।

বর্তমানে ওই শিশু পুলিশ হেফাজতে আছে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুর কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের আনসার কমান্ডার মো. নাসির উদ্দিন।

তিনি জানান, বর্তমানে সাত-আট দিন বয়সের ফুটফুটে এই ছেলে শিশুটিকে লালন-পালন করছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের নারী সদস্যরা।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।