এক মাসের বিদ্যুৎ বিল প্রায় সাড়ে ১০ লাখ!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৭ আগস্ট ২০১৯

সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যবসায়ীর নামে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকার বিদ্যুৎ বিল এসেছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস থেকে ইস্যু করা ওই ভুতুড়ে বিলটি পাঠানো হয়েছে শ্যামনগর সদরের এফএম সুপার মার্কেটের ‘ডিজিটাল প্রেসের’ স্বত্বাধিকারী মশিউর রহমানের নামে।

বিলে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের আগস্ট মাসের বিল এসেছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। এর আগে জুলাই মাসে প্রতিষ্ঠানটির বিল এসেছিল দুই হাজার ২০৫ টাকা।

ব্যবসায়ী মশিউর রহমান বলেন, ‘এমন ভুতুড়ে বিল আমার ২২ বছরের ব্যবসায়িক জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ১০ লাখ টাকার উপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।’

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, অনেক সময় ভুলবশত এমন হতে পারে। তবে এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা দেখব।

আকরামুল ইসলাম/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।