৪০ কেজি ইলিশ পুঁতে ফেললেন ম্যাজিস্ট্রেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৭ আগস্ট ২০১৯

পচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে সাতক্ষীরার বড় বাজারের দুই মাছ ব্যবসায়ীকে চার হাজার জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে ৪০ কেজি পচা ইলিশ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জাগো নিউজকে বলেন, অভিযান পরিচালনার সময পচা ইলিশ মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী জামাত আলী ও অপর এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পচা ৪০ কেজি ইলিশ মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

তিনি বলেন, জরিমনা বড় কথা নয়। সচেতনতাই মূল কথা। সকলকে সচেতন হতে হবে। অভিযানের সময় বড় বাজারের মাছ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আকরামুল ইসলাম/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।