প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০১৯

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে এক বখাটে।

এতে মারাত্মক আহত হয়েছে ওই স্কুলছাত্রী। এ ঘটনায় জড়িত বখাটে আশিক মিয়া ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রামপুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন করেন।

আহত স্কুলছাত্রীর পরিবার জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে রামপুরা গ্রামের বখাটে আশিক মিয়া প্রতিদিন ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের জানায় স্কুলছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ আগস্ট গভীর রাতে কৌশলে স্কুলছাত্রীর ঘরে ঢুকে ছুরিকাঘাত করে আশিক। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে আশিকসহ তার সহযোগীরা পালিয়ে যায়। বর্তমানে স্কুলছাত্রী গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা করা হয়। পরে অভিযুক্ত আশিককে গ্রেফতার করে পুলিশ।

Gaibandha-PIC

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ও সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার বলেন, বখাটে আশিক পুলিশের হাতে ধরা পড়লেও তার সহযোগীদের এখনো গ্রেফতার করা হয়নি। আশিক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা।

জাহিদ খন্দকার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।