খুলনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৭ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ইসলাম খাঁ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ও হান্নান গাজী। তারা সবাই পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলাম খাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ফুলতলা থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার তৎকালীন ওসি চারজনকে আসামি করে ২০১০ সালের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি এমএম সাজ্জাদ আলী।

আলমগীর হান্নান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।