ঝিনাইদহে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৭ আগস্ট ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

গত ২৬ আগস্ট প্রচণ্ড জ্বর নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জানান, সোমবার সকালে সুফিয়া বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। এরপর তাকে ডেঙ্গুর চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি আরও জানান, আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১০টার দিকে বাথরুমে গিয়ে হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়েন সুফিয়া বেগম। এরপর পরিবারের লোকজন তাকে বিছানায় শুইয়ে দিলে সেখানেই মারা যান তিনি। বিষয়টি ইতোমধ্যে ঢাকা আইসিডিডিআরবিতে জানানো হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।