ট্রাক ও আসামিবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, দগ্ধ ৯


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় ট্রাকের সঙ্গে আসামিবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও পুলিশসহ ৯ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত ঢাকা ডিবি পুলিশের কনস্টেবল আব্দুল আজিজের মরদেহ চৌদ্দগ্রাম থানায় রাখা হয়েছে।

উপজেলার আমজাদের বাজার এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আসামি বহন করা মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে পাঁচজন আসামি নিয়ে ঢাকায় ফেরার পথে চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে পুলিশ সদস্য আব্দুল আজিজ মারা যান।

দুর্ঘটনায় দগ্ধ  পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক, কনস্টেবল শরীফুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল হাসান এবং আসামিরা হলেন- সাদ্দাম, নাজিম, শওকত, আব্দুর শুকুর।

তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এমজেড/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।