মাছ ব্যবসায়ীর বুকে লাথি, এএসআই ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৬ আগস্ট ২০১৯
ফাইল ছবি

মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার এএসআই আশরাফুলকে (৩০) সিরাজগঞ্জ পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর নির্দেশে তাকে ক্লোজড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে শাহজাদপুর থানার এএসআই আশরাফুল ও কনস্টেবল বাছেদ স্থানীয় দ্বাবারিয়াপুর বাজারে মাছ কিনতে যায়। এ সময় মাছ ব্যবসায়ী রাজিবের (২৬) কাছে থেকে তারা এক কেজি ছোট মাছ কেনেন। ওই মাছ তাদের দুজনকে ভাগ করে দেয়ার সময় একজনকে ৬০ গ্রাম কম ও আরেক জনকে ৬০ বেশি দেয়ার অপরাধে এএসআই আশরাফুল মাছ ব্যবসায়ী রাজিবের বুকে লাথি মারেন ও মারপিট করেন। এতে ক্ষুব্ধ হয়ে অন্যান্য মাছ ব্যবসায়ীরা তাদের গণধোলাই দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় মাছ ব্যবসায়ী রাজিব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিকেলে এএসআই আশরাফুলকে সিরাজগঞ্জ পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।