কারাগার থেকে পালিয়ে পুলিশের হাতে ধরা কয়েদি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৬ আগস্ট ২০১৯

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকেও পার পেলেন না ওমর কিস্কু (২৬) নামের এক কয়েদি। সোমবার সকাল ১০টার দিকে কারাগার থেকে পালিয়ে যান ওই যুবক।

এর আড়াই ঘণ্টার মাথায় দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ওমর কিস্কু জেলার গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়ার বাসিন্দা।

গোদাগাড়ী উপজেলার এক শিক্ষিকাকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয় তার। ২০১১ সাল থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ওই যুবক।

নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগার কয়েদি ওমর কিস্কু পালিয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে ওই কয়েদিকে ধরতে পুরো থানা এলাকায় অভিযান শুরু করে পুলিশ। আড়াই ঘণ্টা পর নগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নামে নতুন করে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।