নলছিটিতে ৩০ লক্ষাধিক টাকার জাল জব্দ


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে ৩০ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকতা শাহ মো. কামরুল হুদা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মিনার মাহমুদ বলেন, নলছিটি বন্দরের আলী হোসেন এবং রুস্তম আলী খানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষাধিক টাকা বলে জানান তিনি।

এ সময় প্রত্যেক দোকন মালিককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাটে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।