অবৈধ অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

পাবনায় বিশেষ অভিযান চালিয়ে সজিব হোসেন (২৫) নামে এক যুবককে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১২েএই তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র বিক্রির জন্য এক যুবক উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে যাচ্ছে এমন তথ্য পেয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে অভিযানে নামে তারা। এ সময় তেঁতুলতলা এলাকার একটি চায়ের দোকান থেকে অস্ত্রসহ সজিবকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেফতারের পর সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বেশি দামে বিক্রি করত। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে (অস্ত্র আইনে) সজিব হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছে।’

আলাউদ্দিন আহমেদ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।